আইডিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে । প্রতিষ্ঠানটির ঠিকানা কাচারি পাড়া, মহোদপুর, নওগাঁ । এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় । আমাদের মূল লক্ষ্য হলো ছাত্র-ছাত্রীদের উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করা। আমাদের প্রতিষ্ঠানে পড়ালেখার মান উন্নত। আমরা গুরুত্ব দিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মৌলিক কৌশল অর্জনে চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী রয়েছে। আমরা সফটওয়্যার এবং নূতন প্রযুক্তিতে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে থাকি। আমাদের প্রতিষ্ঠানটি প্রাচীর বেষ্টিত এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমরা মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করে থাকি।
See EIIN CertificateInstitute EIIN Number :
Institute Name
Ideal Non Govt. Primary SchoolTag
Address
Kachary Para, Mohadevpur, NaogaonMobile No
01770639400Current Student
369Institute Type
Kindergarten / Primary SchoolClass
Play,Baby,One,Two,Three,Four,FiveClassroom
19